জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়-জিমেইল পাসওয়ার্ড রিকভার করার নিয়ম

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি বা জিমেইল পাসওয়ার্ড রিকভার করার নিয়ম হয়তো অনেকেই জানেন না। বর্তমান বিশ্বে প্রায় দুই বিলিয়নের অধিক জিমেইল ইউজার রয়েছেন। প্রয়োজনে একই ব্যক্তি একসাথে কয়েকটি জিমেইল আইডি ব্যবহার করে থাকেন। ফলে স্বাভাবিকভাবেই আমরা অনেকেই জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই।
জিমেইল-পাসওয়ার্ড-ভুলে-গেলে-করণীয়
এবং জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে সেটি আবার কিভাবে ফিরিয়ে আনতে হয় তা অনেকেরই জানা নেই। বর্তমান ইন্টারনেটের এই যুগে একটি জিমেইল একাউন্ট আপনার খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহন করতে পারে। তাই জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফিরিয়ে আনতে হয় তা আমাদের সকলেরই জানা খুব প্রয়োজন।

পোস্ট সূচিপত্রঃ জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় হলো, আপনার জিমেইলে পূর্বে রিকভারি ইমেইল এড্রেস ও রিকভারি মোবাইল নাম্বার এড করা থাকলে খুব সহজেই তা ব্যবহার করে ভেরিফিকেশন কোড এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট তৈরির জন্য জিমেইল আইডি প্রয়োজন হয়। আর জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না।
নতুন ডিভাইসে লগইন করতে, পুরাতন পাসওয়ার্ড চেঞ্জ করতে, রিকভারি মোবাইল নাম্বার বা ইমেইল এড করতে পাসওয়ার্ড প্রদানের প্রয়োজন হয়। তাই, জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্যই তা রিকভার করে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। যদি আপনি আপনার জিমেইল (Gmail) পাসওয়ার্ড ভুলে যান, তাহলে নিচের ধাপ অনুসরণ করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

পাসওয়ার্ড উদ্ধারের জন্য প্রথমেই Google Account Recovery পেজে যেতে হবে। এরপর Google আপনাকে ইমেইল বা ফোন নম্বর দিতে বলবে। আপনি যে Gmail অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটি লিখুন এবং Next বাটনে চাপুন। এখানে Google আপনাকে পরিচয় যাচাই করার জন্য বিভিন্ন অপশন দেবে, যদি আপনার পুরোনো কোনো পাসওয়ার্ড মনে থাকে, তাহলে সেটি দিয়ে চেষ্টা করুন। এটি Google-কে নিশ্চিত করতে সাহায্য করবে যে অ্যাকাউন্টটি আপনার।

যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহল "Try another way" অপশনে ক্লিক করুন। আপনার Gmail অ্যাকাউন্টের সাথে যদি মোবাইল নম্বর যুক্ত থাকে, তাহলে Google সেটিতে একটি OTP (One-Time Password) পাঠাবে। মোবাইলে আসা কোডটি লিখে Next বাটনে চাপুন। মোবাইল নম্বর যদি পরিবর্তন করে থাকেন তাহলে  "Try another way" নির্বাচন করুন। আপনি যদি আগে থেকেই একটি ব্যাকআপ ইমেইল সংযুক্ত করে থাকেন, তবে Google সেখানে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে।

সেই ইমেইলে গিয়ে কোডটি কপি করুন এবং Google রিকভারি পেজে পেস্ট করুন। ব্যাকআপ ইমেইল অ্যাক্সেস না থাকলে "Try another way" নির্বাচন করুন। যদি অন্য কোনো অপশন কাজ না করে, তাহলে Google আপনাকে বিভিন্ন নিরাপত্তামূলক প্রশ্ন করতে পারে। এগুলোর মধ্যে থাকতে পারেঃ

  • আপনি কখন Gmail অ্যাকাউন্ট খুলেছেন?
  • আপনার অ্যাকাউন্টে সর্বশেষ লগইন কোথা থেকে করেছেন?
  • আপনার পরিচিত কারো ইমেইল ঠিকানা দিন।
Google যদি আপনাকে সঠিক মালিক মনে করে, তাহলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। যদি আপনি সফলভাবে ভেরিফিকেশন করতে পারেন, তাহলে Google আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে দেবে। সেক্ষেত্রে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন (যেমনঃ P@ssw0rd2025!)। একই পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার করবেন না। 

এরপর দুই-স্তরীয় ভেরিফিকেশন (2-Step Verification) চালু করুন, যাতে কেউ সহজে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। যদি কোনো উপায়েই পাসওয়ার্ড রিসেট করতে না পারেন তাহলে Google Support-এর সাথে যোগাযোগ করুন এক্ষেত্রে আপনি Google Help Center থেকে সাহায্য চাইতে পারেন। আশা করছি, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি তা বুঝতে পেরেছেন।

ইমেইলের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড রিকভার করার নিয়ম

ইমেইলের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড রিকভার করার জন্য জিমেইলের সাইন ইন পেজে জিমেইল এড্রেস দিয়ে নেক্সট (Next) পেজ এ ফরগট পাসওয়ার্ড (Forgot Password) লেখাতে ক্লিক করে রিকভারি ইমেইল (Recovery Email) এর মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশন কোড লিখে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। আপনার জিমেইলে পূর্বেই অন্য কোন ইমেইল এড্রেসকে রিকভারি ইমেইল হিসেবে সেট করে থাকলে নিচের ধাপগুলো অনুসরন করুন-
ধাপ ১ঃ জিমেইল সাইন ইন পেইজে প্রবেশ করুনঃ আপনার মোবাইল এর জিমেইল এপ্স এর প্রোফাইলে অপশনে ক্লিক করুন। তারপর, এড এনাদার একাউন্ট (Add another account) অপশনে প্রবেশ করে গুগল সিলেক্ট করলে জিমেইল এর সাইন ইন পেইজ চলে আসবে। অথবা, আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজার থেকে জিমেইল (Gmail) লিখে সার্চ করেও জিমেইলের সাইন ইন পেইজে প্রবেশ করতে পারেন।

ধাপ ২ঃ জিমেইল আইডি প্রদান করুনঃ এই ধাপে আপনার কাঙ্খিত জিমেইলটি ইমেইল অপশনে লিখে নেক্সট (Next) বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ ফরগট পাসওয়ার্ডঃ আপনার জিমেইলের পূর্বের পাসওয়ার্ড দিয়ে নেক্সট (Next) বাটনে ক্লিক করে চেষ্টা করুন। যদি ভূল প্রদর্শিত হয়, তবে ফরগট পাসওয়ার্ড (Forgot password) লেখাটিতে ক্লিক করুন।

ধাপ ৪ঃ রিকভারি ইমেইল প্রদানঃ ফরগট পাসওয়ার্ড (Forgot Password) অপশনে ক্লিক করার পর আপনার জিমেইলে যেই রিকভারি ইমেলটি অ্যাড করা ছিল তার কিছু অংশ দেখানো হবে। এবং সেই ইমেইলে একটি ভেরিফিকেশন কোড সমৃদ্ধ মেইল পাঠানো হবে। এই ট্যাবটি ওপেন রেখেই অন্য একটি ট্যাবে আপনার রিকভারি ইমেইলে প্রবেশ করে, গুগলের ভেরিফিকেশন কোড (Google Verification Code) দেখতে পাবেন। একাউন্ট রিকভারি (Account Recovery) ট্যাবে পুনরায় গিয়ে এন্টার কোড (Enter Code) খালি ঘরে ভেরিফিকেশন কোডটি লিখুন।

ধাপ ৫ঃ নতুন পাসওয়ার্ড দিনঃ ইমেইল কোড ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার জিমেইল একাউন্টে সাইন ইন করতে পারবেন। কন্টিনিউ (Continue) বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড প্রদান না করেই জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা যায়। তবে পরবর্তীতে পুনরায় অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার মত জটিলতা এড়াতে আপডেট পাসওয়ার্ড (Update Password) অপশনে ক্লিক করে আপনার জিমেইলের নতুন পাসওয়ার্ড সেট করে নিন।

এক্ষেত্রে, আপনি মনে রাখতে পারবেন এমন একটি শক্তিশালী পাসওয়ার্ড (Strong Password) লিখুন। প্রথমে, ক্রিয়েট পাসওয়ার্ড (Create Password) অপশনে ৮ অক্ষরের/ সংখ্যার (যেমনঃ P@ssw0rd2025!) একটি পাসওয়ার্ড লিখে পুনরায় কনফার্ম (Confirm) অপশনে একই পাসওয়ার্ড লিখে সেভ পাসওয়ার্ড (Save Password) বাটনে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।

ধাপ ৬ঃ গুগল টার্মস এন্ড পলিসিঃ সর্বশেষ, এই ধাপে গুগলের টার্মস অব সার্ভিস (Terms of Service) ও প্রাইভেসি পলিসি (Privacy Policy) সম্পর্কিত পেজ দেখতে পাবেন। এখান থেকে আই এগ্রি (I Agree) বাটনে ক্লিক করলেই আপনার জিমেইল একাউন্ট রিকভার হয়ে যাবে। ব্যাস, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় ধাপগুলো সম্পন্ন হলে মোবাইলের জিমেইল অ্যাপস এ কিংবা কম্পিউটার ব্রাউজারে আপনার উক্ত জিমেইলটি সাইন ইন করা অবস্থায় দেখতে পাবেন।

মোবাইল নাম্বার দিয়ে জিমেইল পাসওয়ার্ড রিকভার করার নিয়ম

মোবাইল নাম্বারের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড রিকভার করা যায়। আপনার জিমেইলের সিকিউরিটি (Security) অপশনে পূর্বেই কোন রিকভারি মোবাইল নাম্বার সেট করে থাকলে জিমেইলের সাইন ইন পেজ থেকে ফরগট পাসওয়ার্ড (Forgot Password) অপশনে ক্লিক করে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশন কোড প্রদান করে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। এক্ষেত্রে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেনঃ
ধাপ ১ঃ জিমেইল সাইন ইন পেজে প্রবেশ করুনঃ প্রথমে জিমেইল সাইন ইন পেজে প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত জিমেইল আইডিটি লিখে নেক্সট (Next) বাটনে ক্লিক করুন। অতঃপর পরবর্তী পেইজে এন্টার ইউর পাসওয়ার্ড (Enter your password) বক্সের নিচে থাকা ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন।

ধাপ ২ঃ রিকভারি মোবাইল নাম্বার লিখুনঃ ফরগট পাসওয়ার্ড (Forgot Password) লেখাতে ক্লিক করার পর উক্ত জিমেইলের সাথে পূর্বেই সংযুক্ত করা কোন রিকভারি মোবাইল নম্বর থাকলে জিমেইলে আইডির মালিকানা যাচাইয়ের জন্য গুগল সেই মোবাইল নম্বর রিকমেন্ড (Recommend) করবে। এক্ষেত্রে, আপনার সেট করা মোবাইল নাম্বারের শেষের ২ টি ডিজিট সহ “Confirm the phone number you provided in security settings:——-58”- এরকম লেখা দেখতে পাবেন।

এখান থেকে আপনার দেশের কান্ট্রি কোড (Country Code) সিলেক্ট করে সম্পূর্ণ ফোন নাম্বারটি সঠিকভাবে লিখুন। মোবাইল নাম্বারটি সাথে না থাকলে ‘আই ডোন্ট হ্যাভ মাই ফোন’ (I don’t have my phone) বাটনে ক্লিক করে ভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন। তবে, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় হিসেবে ভেরিফিকেশন সম্পন্ন করতে নেক্সট (Next) বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ মোবাইল নাম্বার কোন ভেরিফাই করুনঃ আপনার দেওয়া মোবাইলে গুগলের পক্ষ থেকে একটি ভেরিফিকেশন কোড সহ এসএমএস (SMS) পাঠানো হবে। সেই এসএমএসে থাকা কোডটি একাউন্ট রিকভারি (Account Recovery) পেইজের এন্টার কোড (Enter Code) অপশনে লিখে নেক্সট বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ঃ আপডেট পাসওয়ার্ড করুনঃ মোবাইল ভেরিফিকেশনের পর আপনার জিমেইল একাউন্ট এ সাইন ইন করতে পারবেন। তবে পাসওয়ার্ড রিসেট করতে চাইলে আপডেট পাসওয়ার্ড (Update Password) লেখাটিতে ক্লিক করে পরবর্তী পেইজে যান। ক্রিয়েট পাসওয়ার্ড (Create Password) ও কনফার্ম (Confirm) নামে দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে ৮ টি ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড লিখে একই পাস ওয়ার্ড কনফার্ম অপশনে লিখুন। অতঃপর সেভ পাসওয়ার্ড (Save Password) বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ গুগল টার্মস এন্ড পলিসিঃ এই পর্যায়ে আপনি গুগলের কিছু নীতিমালা ও প্রাইভেসি পলিসি সম্পর্কে দেখতে পাবেন। আপনি চাইলে, গুগল টার্মস অব সার্ভিস (Google terms of service)ও প্রাইভেসি পলিসি (Privacy Policy) লেখাতে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। সর্বশেষ, আই এগ্রি (I Agree) বাটনে ক্লিক করলে আপনার জিমেইল একাউন্ট রিকভার হয়ে যাবে।

ইমেইল ও মোবাইল নাম্বার ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিকভার

ইমেইল ও মোবাইল নাম্বার ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে চান, তাহলে কিছু বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হবে। ইমেইল ও মোবাইল নাম্বার রিকভারি অপশন গুলো সেট করা না থাকলে এবং পূর্বে সাইন ইন করা কোন মোবাইল ব্যবহার না করলে একাউন্ট ফিরে পেতে জটিলতার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে, জিমেইল আইডি রিকভারি গুগলের তৎপরতার উপর নির্ভর করে। তবে, নিচের ধাপগুলো অনুসরণ করে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।
ধাপ ১ঃ Google Account Recovery ব্যবহার করুনঃ যদি আপনার মোবাইল নম্বর বা রিকভারি ইমেইল কাজ না করে, তাহলে Google আপনাকে অন্য কিছু বিকল্প অপশন দেবে। এক্ষেত্রে প্রথমে আপনি Google Account Recovery পেজে যান। আপনার Gmail অ্যাকাউন্ট লিখুন এবং Next চাপুন। এরপর "Forgot password?"-এ ক্লিক করুন। প্রথমে Google আপনার সাথে যুক্ত ফোন নম্বর বা ইমেইল দিতে বলবে।

যদি এগুলো অ্যাক্সেস না থাকে, "Try another way" ক্লিক করুন। এখন Google আপনাকে কয়েকটি বিকল্প অপশন দিতে পারে, যেমনঃ

  • সিকিউরিটি প্রশ্নের উত্তর দিতে হবে (যদি আগে সেট করে থাকেন)।
  • আপনার Google অ্যাকাউন্টে লগইন করা অন্য কোনো ডিভাইস থেকে অনুমোদন নিতে বলবে।
  • Google আপনার পূর্ববর্তী পাসওয়ার্ড চাইতে পারে।
সঠিক তথ্য দিলে, Google আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন দেবে। নতুন পাসওয়ার্ড সেট করুন এবং Gmail অ্যাকাউন্টে পুনরায় লগইন করুন।

ধাপ ২ঃ অন্য ডিভাইসে Gmail লগইন করা থাকলেঃ যদি Gmail অ্যাকাউন্ট আগে থেকে অন্য কোনো ডিভাইসে (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) লগইন করা থাকে, তাহলে সেটি ব্যবহার করে পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। লগইন করা ডিভাইসে Google Account সেটিংসে যান। মোবাইল হলেঃ Settings > Google > Manage your Google Account.। কম্পিউটার হলেঃ https://myaccount.google.com/security.। এরপর "Security" ট্যাবে গিয়ে "Password" অপশনে ক্লিক করুন।

এখানে আপনার বর্তমান পাসওয়ার্ড চাইতে পারে (Skip করুন যদি জানা না থাকে)। এরপর নতুন পাসওয়ার্ড দিন ও কনফার্ম করুন। পরের অপশনে "Save" বাটন চাপুন। এরপর থেকে নতুন পাসওয়ার্ড দিয়ে Gmail-এ লগইন করতে পারবেন। এই পদ্ধতি শুধু তখনই কাজ করবে, যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে অন্য ডিভাইসে লগইন করা থাকে। নতুন পাসওয়ার্ড সেট করার পর, পুরাতন ডিভাইস থেকে লগআউট করতে পারেন।

ধাপ ৩ঃ Google Support Team-এর সাহায্য নিনঃ যদি উপরের কোনো পদ্ধতি কাজ না করে, তাহলে Google-এর সাপোর্ট টিমের সাহায্য নিতে পারেন। Google Support-এ যোগাযোগের নিয়ম:

  • Google-এর অফিসিয়াল সাপোর্ট পেজে যান, https://support.google.com/accounts/
  • Recover your Google Account অপশন সিলেক্ট করুন।
  • আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিন।
  • Google-এর নির্দেশনা অনুসরণ করুন।
  • যদি প্রয়োজন হয়, তাহলে Google-এর সাথে লাইভ চ্যাট বা ইমেইল সাপোর্টের মাধ্যমে যোগাযোগ করুন।
ধাপ ৪ঃ Google-এর "Identity Verification" ব্যবহার করুনঃ যদি আপনি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে না পারেন, তাহলে Google আপনার পরিচয় যাচাই করতে বলবে। যদি Gmail অ্যাকাউন্টটি গুরুত্বপূর্ণ হয় (ব্যক্তিগত বা অফিসিয়াল), তাহলে Google কিছু অতিরিক্ত তথ্য চাইতে পারে।এক্ষেত্রে আপনাকে Gmail অ্যাকাউন্টে সর্বশেষ লগইনের তারিখ, পূর্ববর্তী পাসওয়ার্ড, এবং যেসব ডিভাইসে ব্যবহার করেছেন, সেই তথ্য দিতে হতে পারে। যদি আপনার দেওয়া তথ্য সঠিক হয়, তাহলে Google আপনাকে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে দেবে।

নিজের জিমেইল পাসওয়ার্ড দেখার নিয়ম

নিজের জিমেইল পাসওয়ার্ড দেখার জন্য খুব সহজ নিয়ম রয়েছে। আপনি যদি আপনার Gmail পাসওয়ার্ড ভুলে যান বা মনে করতে না পারেন, তাহলে আপনি Google Password Manager বা Chrome ব্রাউজার থেকে সংরক্ষিত পাসওয়ার্ড দেখতে পারেন। যদি আপনার মোবাইল Android হয়ে থাকে, তাহলে Google-এর নিজস্ব সেটিংস থেকেও পাসওয়ার্ড দেখা সম্ভব। আপনার জমেইল পাসওয়ার্ড দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
নিজের-জিমেইল-পাসওয়ার্ড-দেখার-নিয়ম
গুগল ক্রম (Google Chrome) থেকে দেখার নিয়মঃ প্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। এরপর উপরে ডান কোনায় যে থ্রি ডট মেনু (︙) অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। সেখানে প্রবেশের পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো একটু নিচের দিকে গেলে সেটিং অপশন পেয়ে যাবেন। এই সেটিং অপশনে ক্লিক করে আপনারা একটু নিচের দিকে গেলেই Google Password Manager অপশন পাবেন এবং সেটির উপর ক্লিক করবেন।

এখানে নিয়ম অনুসরণ করে প্রত্যেকটি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন এবং সেই পাসওয়ার্ড দেখার জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে। বর্তমানে প্রত্যেকটি হ্যান্ডসেটে লক করার ক্ষেত্রে Password অথবা Fringerprint ব্যবহার করা হয়। তাই আপনার মোবাইল ফোনে যদি আগে থেকেই এরকম সিস্টেম চালু থাকে তাহলে সেখানে গিয়ে আপনার পাসওয়ার্ড অথবা ইমেইল এড্রেস দেখতে হলে আপনাকে ফিংগার প্রিন্ট, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

এবং ফিঙ্গারপ্রিন্ট যদি আগে থেকে সেট করে না থাকে তাহলে সেট করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হবে। তাই মোবাইলের সেটিং অপশনে গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করে আসুন এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাধ্যমে আপনারা যখন পাসওয়ার্ডের ঘরে চোখের যে চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড মুক্ত হয়ে যাবে। আশা করি, এই  নিয়ম অনুসরণ করে নিজের জিমেইল পাসওয়ার্ড দেখে নিতে পারবেন।

জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার ব্যাপারটি শুনতে ঝামেলা মনে হলেও গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবে কিন্তু জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। ব্যক্তিগত অথবা অফিসের কাজে প্রায় সকলেই Gmail ব্যবহার করেন। আর ইমেল সুরক্ষিত রাখতে প্রতি মাসে অন্তত একবার হলেও অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ।

অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া প্রয়োজন। এই জন্য অক্ষর, সংখ্যা ও চিহ্নের সংমিশ্রনে পাসওয়ার্ড তৈরি করতে হবে। নতুন কোন ডিভাইস থেকে লগ ইন করলে ইমেল ও টেক্সট মেসেজের মাধ্যমে সেই খবর জানিয়ে দেয় Google। তাই আপনার অ্যাকাউন্ট অন্য কারও নিয়ন্ত্রণে গেলে সঙ্গে সঙ্গে তা জানা সম্ভব। আপনার Gmail বা Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. মোবাইল থেকে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মঃ মোবাইল ফোনে Gmail অ্যাপ ওপেন করে ডান দিকে উপরে প্রোফাইল আইকনে ট্যাপ করে Settings অপশন ওপেন করুন। এবার Manage your Google Account সিলেক্ট করুন। ডান দিকে উপরে Security অপশন বেছে নিন। এবার Signing in to Google সেকশনে "Password" অপশন খুঁজুন। এরপর পাসওয়ার্ড পরিবর্তনের জন্য "Password" অপশনে ক্লিক করুন।

এখানে আপনার বর্তমান পাসওয়ার্ড টাইপ করুন এবং "Next" বাটন চাপুন। তারপর একটি নতুন পাসওয়ার্ড দিন এবং পুনরায় কনফার্ম করুন। এবার "Save Password" বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার নতুন পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন হয়ে গেছে। মনে রাখবেন নতুন পাসওয়ার্ড কমপক্ষে ৮ অক্ষরের হতে হবে এবং সংখ্যা, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর ও বিশেষ চিহ্ন (!@#$%) ব্যবহার করুন। পাসওয়ার্ড এমন কিছু রাখবেন না যা সহজেই অনুমান করা যায়, যেমন- 123456, password, নিজের নাম বা জন্মতারিখ।

২. ডেক্সটপ থেকে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মঃ কম্পিউটার ব্রাউজার থেকে Gmail ওপেন করে প্রোফাইল আইকন সিলেক্ট করুন। এর পরে Manage Your Google account সিলেক্ট করুন।এর পরে Security ট্যাবের অধীনে Signing in to Google অপশন বেছে নিন। এবার পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপর নতুন পাসওয়ার্ড এন্টার করে Change Password সিলেক্ট করুন। আপনার বর্তমান পাসওয়ার্ড লিখে "Next" চাপুন। নতুন পাসওয়ার্ড লিখুন (কমপক্ষে ৮ অক্ষরের হতে হবে)। পুনরায় একই পাসওয়ার্ড টাইপ করে নিশ্চিত করুন। শেষে "Save Password"অপশনে) ক্লিক করলেই দেখবেন পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।

জিমেইলে রিকভারি ইমেইল যুক্ত করার নিয়ম

জিমেইলে রিকভারি ইমেইল যুক্ত করা গুরুত্বপূর্ণ, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্টে কোন সমস্যা হলে এটি ব্যবহার করে সহজেই পুনরুদ্ধার করতে পারবেন। ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে প্রতিদিন ই-মেইলে তথ্য আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু মাঝেমধ্যে পাসওয়ার্ড ভুলে গেলে চাইলেও সহজে ই–মেইলে প্রবেশ করা যায় না। এ সমস্যা সমাধানে জিমেইল ব্যবহারকারীদের রিকভারি ই-মেইলে কোড পাঠিয়ে নতুন পাসওয়ার্ড তৈরির সুযোগ দিয়ে থাকে গুগল। জিমেইলে রিকভারি ই-মেইল যুক্ত করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

১. কম্পিউটার থেকে রিকভারি ই-মেইল যুক্ত করার নিয়মঃ কম্পিউটার থেকে প্রথমে জিমেইলে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত পপআপ বক্স থেকে ‘Manage your Google Account’ নামের ট্যাবটিতে ক্লিক করে পরের পৃষ্ঠার বাঁমে থাকা ‘Security’ অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠার নিচে থাকা ‘Recovery email’ অপশনে ক্লিক করে Password লিখতে হবে। এরপর ‘Recovery email’ বক্সে বিকল্প ইমেইল ঠিকানা লিখে নিচে থাকা ‘Next’ বাটনে ক্লিক করলে বিকল্প ইমেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোড লিখলেই বিকল্প ইমেইলটি Recovery email হিসেবে যুক্ত হয়ে যাবে।

২. স্মার্টফোন থেকে রিকভারি ই-মেইল যুক্ত করার নিয়মঃ স্মার্টফোন থেকে রিকভারি ই-মেইল যুক্ত করতে প্রথমে জিমেইলের প্রোফাইল বা ছবিতে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত পপআপ বক্স থেকে ‘Manage your Google Account’ ট্যাবে ক্লিক করে ‘Security’ অপশন নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘Recovery email’ অপশনে ট্যাপ করে আঙুলের ছাপ দিতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা ‘Recovery email’ বক্সে বিকল্প ইমেইল ঠিকানা লিখে নিচে থাকা ‘Next’ বাটনে ট্যাপ করলে একটি কোড আসবে। কোডটি ভেরিফিকেশন বক্সে লিখলেই বিকল্প ইমেইলটি ‘Recovery email’ হিসেবে যুক্ত হয়ে যাবে।

জিমেইলে রিকভারি মোবাইল নাম্বার যুক্ত করার নিয়ম

জিমেইলে রিকভারি মোবাইল নম্বর যুক্ত করা গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার অ্যাকাউন্ট নিরাপত্তা বাড়ায় এবং পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্ট এক্সেস হারালে তা পুনরুদ্ধার করতে সাহায্য করে।এক্ষেত্রে আপনাকে একটি সক্রিয় মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, যাতে আপনি সহজেই ম্যাসেজের মাধ্যমে আপনার ফোনে কোড পেতে পারেন। নিচে জিমেইলে রিকভারি মোবাইল নাম্বার যুক্ত করার নিয়ম দেওয়া হলো।

জিমেইলে রিকভারি মোবাইল নম্বর যুক্ত করার জন্য প্রথমে জিমেইলে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত পপআপ বক্স থেকে ‘Manage your Google Account’ নামের ট্যাবটিতে ক্লিক করে পরের পৃষ্ঠার বাঁমে থাকা ‘Security’ অপশন নির্বাচন করতে হবে।এবার পরের পৃষ্ঠার নিচে থাকা "Verify it's you" সেকশনে "Recovery phone" অপশনটি খুঁজুন। এখানে "Recovery phone" অপশনে ক্লিক করে আপনার বর্তমান পাসওয়ার্ড দিয়ে লগইন নিশ্চিত করুন।

এবার "Add Recovery Phone" অপশনে ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বর (+880XXXXXXXXXX) যুক্ত করুন। এখান থেকে "Next" বাটন চাপলে আপনার মোবাইল নম্বরে ম্যাশেজের মাধ্যমে ভেরিফিকেশন কোড OTP পাঠানো হবে। কোডটি "Verify" আপশনে বসিয়ে "Save" বাটনে চাপুন। দেখবেন আপনার রিকভারি মোবাইল নম্বর সফলভাবে যুক্ত হয়ে গেছে। আশা করছি, জিমেইলে কিভাবে রিকভারি মোবাইল নম্বর যুক্ত করতে হয় জানতে পেরেছেন।

জিমেইলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ কেন

জিমেইলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ কারণ, জিমেইল আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে, যেমন- ব্যক্তিগত ইমেইল, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লগইন ডিটেইলস, এবং আরও অনেক কিছু। যদি আপনার Gmail অ্যাকাউন্ট দুর্বল পাসওয়ার্ডের কারণে হ্যাক হয়ে যায়, তবে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে বা অপব্যবহার হতে পারে।
জিমেইলে-শক্তিশালী-পাসওয়ার্ড-ব্যবহার-করা-গুরুত্বপূর্ণ-কেন
তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্বল পাসওয়ার্ড থাকলে ব্রুট ফোর্স (Brute Force Attack) বা ডিকশনারি অ্যাটাক (Dictionary Attack) দ্বারা হ্যাকাররা সহজেই অনুমান করতে পারে। শক্তিশালী পাসওয়ার্ড থাকলে এটি অনুমান করা কঠিন হয় এবং হ্যাকিং প্রতিরোধ করা সহজ হয়। আপনার ইমেইল হ্যাক হলে, আপনার ব্যাঙ্কিং তথ্য, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এবং অন্যান্য সংরক্ষিত ডেটা চুরি হতে পারে।

তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে আপনার ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকে। দুর্বল পাসওয়ার্ড থাকলে হ্যাকাররা সহজেই আপনার অ্যাকাউন্ট হাইজ্যাক করতে পারে এবং স্প্যাম বা ফিশিং মেসেজ পাঠাতে পারে। এটি শুধু আপনার জন্যই না, বরং আপনার পরিচিতদের জন্যও বিপজ্জনক হতে পারে। অনেক মানুষ একই পাসওয়ার্ড একাধিক ওয়েবসাইটে ব্যবহার করে।

যদি Gmail পাসওয়ার্ড দুর্বল হয় এবং ফাঁস হয়, তাহলে অন্যান্য অ্যাকাউন্ট (Facebook, Instagram, Online Banking) হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। শক্তিশালী পাসওয়ার্ডের পাশাপাশি Two-Step Verification (2FA) চালু করা থাকলে আপনার অ্যাকাউন্ট আরও বেশি নিরাপদ থাকে। ২FA থাকলে শুধু পাসওয়ার্ড জানলেই হ্যাকাররা অ্যাক্সেস পাবে না, বরং একটি অতিরিক্ত ভেরিফিকেশন দরকার হবে।

কেমন হলে পাসওয়ার্ড শক্তিশালী হবেঃ

  • পাসওয়ার্ড কমপক্ষে ৮-১২ অক্ষরের হতে হবে।
  • বড় হাতের অক্ষর (A-Z), ছোট হাতের অক্ষর (a-z), সংখ্যা (0-9) এবং বিশেষ চিহ্ন (!@#$%^&*) থাকতে হবে।
  • নিজের নাম, জন্মতারিখ বা সাধারণ শব্দ (123456, password, abcdef) ব্যবহার করা যাবে না।
  • প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।
শক্তিশালী পাসওয়ার্ডের উদাহরণঃ

  • Xy@92!Lm*Ab
  • Gm@iL!s$Tr0nG#91
  • P@ssW0rD#Ch@ng3$

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় সম্পর্কে লেখকের শেষকথা

জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়া একটি সাধারণ সমস্যা, তবে Google আমাদের অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় প্রদান করে। Gmail পাসওয়ার্ড ভুলে গেলে বা হ্যাক হলে চিন্তিত হওয়ার কারণ নেই। এক্ষেত্রে আপনি Google-এর অ্যাকাউন্ট রিকভারি অপশন ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন। তবে ভবিষ্যতে এই সমস্যায় যাতে না পড়তে হয় সেজন্য Two-Step Verification চালু করা গুরুত্বপূর্ণ।

এজন্য আপনি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং ২-৩ মাস পরপর পরিবর্তন করুন। Google-এর নিরাপত্তা সেটিংস চেক করুন ও অচেনা লিংক বা ফিশিং ইমেইল এড়িয়ে চলুন। ভবিষ্যতে যেন আর পাসওয়ার্ড হারানোর ঝামেলায় না পড়তে হয়, সে জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা ভালো। আশা করি, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এবং পাসওয়ার্ড রিকভার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিডি টেকল্যান্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url